এবার থেকে সাধারণ মানুষের কাছে অর্থ সংগ্রহ অর্থাৎ চাঁদা তুলতে রাস্তায় নামার পাশাপাশি ডিজিটাল মাধ্যমকেও ব্যবহার করতে চায় সিপিআইএম।আলিমুদ্দিন সূত্রে খবর, এবার থেকে অর্থ সংগ্রহের জন্য বেছে নেওয়া হবে ডিজিটাল মাধ্যমকে। ইতিমধ্যেই তাই সিপিআইএমের তরফে ‘মানুষের লড়াইয়ে’, ‘মানুষের রসদ’ সংগ্রহ করতে আসছে- #DonateToCPIMWB নামে ক্যাম্পেইন শুরু করা হয়েছে।
বরাবর সাধারণ মানুষের কাছে গিয়ে লাল কাপড়ে বা কৌটোতে অর্থ সংগ্রহ করেছেন বাংলার পূর্বতন শাসক দল। বিরোধীদের খোঁচা অগ্রাহ্য করেও তাঁরা তাঁদের সিদ্ধান্তে অটল থেকেছেন। এই বিষয়ে সিপিআইএমের বক্তব্য ছিল, এর মাধ্যমে শুধু তহবিল শক্তিশালীই হয়না, যাচাই করে নেওয়া যায় মানুষের মন। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গত এক দশকে এই অর্থ সংগ্রহের পরিমাণ সন্তোষজনক নয়। বর্তমানে অর্থ সংগ্রহের কার্যকরী মাধ্যম এই ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে ক্রাউডফান্ডিং করছে দলের ছাত্র-যুব শাখা। তা থেকে শিক্ষা নিয়েই এবার সে পথেই হাঁটতে চলেছে মুজাফফর আহমেদ ভবন।
রাজ্য রাজনীতির কারবারিদের মতে, মহম্মদ সেলিম সিপিআইএমের রাজ্য সম্পাদক হওয়ার পর থেকে ডিজিটাল মাধ্যমের উপর জোর দেওয়া হচ্ছে। উল্লেখ্য, রাজ্য সম্পাদক হওয়ার আগে সেলিম ছিলেন 'সিপিআইএম ডিজিটাল' দেখভালের দায়িত্বে। সেলিম নয়া দায়িত্ব পেতেই 'মার্কসবাদী পথ' পত্রিকাকেও অনলাইন মাধ্যমে নিয়ে আসা হয়েছে।