বাংলায় লোকসভা ভোটের দামামা কার্যত বেজেই গিয়েছে। ইতিমধ্যেই, প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দলই। জল মাপা সারা, বঙ্গ সিপিএমের-ও। জোটের আশা ছেড়ে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নিজের জেলা মুর্শিদাবাবাদকে পাখির চোখ করে লড়তে চাইছে বামেরা। বৃহস্পতিবারই এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইসলামপুরে আসবেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী, উপস্থিত থাকবেন মীনাক্ষী মুখোপাধ্যায়, ধ্রুবজ্যোতি সাহা-ও।
কর্মী সমর্থকদের লোকসভা ভোটের আগে কোমর বাঁধার ডাক দেবেন বামেরা। এই নির্বাচনে কিছু আসনকেই ‘ফোকাস’ করে লড়তে চাইছে আলিমুদ্দিন।
West Bengal Weather Update: সকালে ফুরফরে, বেলায় সামান্য গরম- জমিয়ে ব্যাট করছে বসন্ত
সিপিএম সূত্রে দাবি, নির্বাচনী বাংলায় কংগ্রেস কার হাত ধরবে সেবিষয়ে এখনও নিশ্চিত নয়। মুর্শিদাবাদের বদলে কংগ্রেসকে দুটি আসন ছাড়তে রাজি ছিল বামেরা। কিন্তু অপেক্ষা করতে করতে দিন এগোচ্ছে। এমতাবস্থায়, কংগ্রেসের হাত ছেড়েই একা লড়ার প্রস্তুতি শুরু করতে চাইছে সিপিএম। লাল ঝাণ্ডার একাধিক কর্মসূচি সাজিয়ে ,প্রচারে ঝাঁপাচ্ছে বামেরা।