জনসংযোগ অটুট রাখতে শ্রমজীবী ক্যান্টিনের পর এবার বিনামূল্যে কোচিং সেন্টার (Free Coaching Center) চালানোর সিদ্ধান্ত সিপিএমের (CPM)। সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, দুঃস্থ ছাত্র-ছাত্রীদের বিনা পয়সায় পড়ানো হবে। নাম দেওয়া হয়েছে 'বিকল্প পাঠশালা'। যাদবপুর (Jadavpur) এলাকায় 'বিকল্প পাঠশালা'-র পোস্টারও দেখা গিয়েছে। মূলত নবম-দশম শ্রেণির ছাত্রছাত্রীদের বিনা পয়সায় পড়াতেই এই উদ্যোগ।
পূর্ব যাদবপুর এরিয়া কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গড়ফা, সন্তোষপুর, মুকুন্দপুর এলাকায় সরকারি বিদ্যালয়গুলিতে অসংখ্য দুঃস্থ ছাত্রছাত্রীর পড়াশুনা করে। তাদের ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত। এখন ১৪ জন শিক্ষক সেখানে পড়াচ্ছেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, শিক্ষকের সংখ্যা ভবিষ্যতে আরও বাড়ানো হবে।
আরও পড়ুন- নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির মানিকের স্ত্রী-পুত্র
সিপিএমের এই উদ্যোগের কারণ হিসেবে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সদস্য সিপিএম নেতা অরূপ সেনগুপ্ত জানিয়েছেন, গত ১১ বছর ধরে রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল তলানিতে গিয়ে থেকেছে। তাই ছাত্রছাত্রদের ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।