আসন্ন পঞ্চায়েত ভোটে বড় ফ্যাক্টর হতে পারে মহিলা ভোটব্যাঙ্ক (Women Candidates in Panchayet Election 2023)। সেকথা মাথায় রেখেই এবার মাঠে নামছে সিপিএমের মহিলা সংগঠন গণতান্ত্রিক মহিলা সমিতি। পঞ্চায়েতে দুর্নীতি- ত্রাণ চুরি সহ একাধিক ইস্যুতে বিরোধিতার পাশাপাশি এবার মহিলাদের সক্রিয়তা বাড়াতে উদ্যোগী হয়েছে সিপিএমের এই মহিলা সংগঠন (AIDWA)। গণতান্ত্রিক মহিলা সমিতির আসন্ন রাজ্য সম্মেলনে (AIDWA 29th State Conference) এই বিষয়ে আলোচনা হবে বলেই খবর।
মঙ্গলবার থেকে চন্দননগরে শুরু হচ্ছে গণতান্ত্রিক মহিলা সমিতির ২৯তম রাজ্য সম্মেলন। জানা গিয়েছে, একেবারে তৃণমূল স্তর থেকে মহিলাদের রাজনৈতিক দিক থেকে সচেতন করার পাশাপাশি পঞ্চায়েতের আগে দলের অন্দরে ‘সক্রিয়’ মহিলা কর্মীদের বাছাই করার কাজও চলবে। পরবর্তীতে এই সক্রিয় প্রার্থীদের মধ্যে থেকেই পঞ্চায়েত ভোটে (Panchayet Election 2023) প্রার্থী দেওয়া হবে বলেই খবর। গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য নেতৃত্বের (AIDWA 29th State Conference) কথায়, রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে ঘটা লাগাতার লুঠ-চুরি-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি মূল ফোকাস থাকবে মহিলা কর্মীদের রাজনৈতিকভাবে আরও সমৃদ্ধ করে তোলার ওপরেই।
আরও পড়ুন- SSC Constable Recruitment 2022: মাধ্যমিক পাশেই কেন্দ্রীয় সরকারি চাকরি, বেতন ৭০ হাজার
‘সবার কাছে যাও, পরিধি বাড়াও’— এই স্লোগানকে সামনে রেখে শুরু হচ্ছে চলেছে ২৯তম রাজ্য সম্মেলন। তিনদিনের এই সম্মেলনের উদ্বোধন করবেন গণতান্ত্রিক মহিলা সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদক মারিয়ম ধাওয়ালে। সম্মেলনে উপস্থিত থাকার কথা বৃন্দা কারাট (Brinda Karat), মালিনী ভট্টাচার্য (Malini Bhattacharya), দেবলীনা হেমব্রম (Deblina Hembram), বিকাশ ভট্টাচার্যদের (Bikash Bhattacharya)। তিনদিনের এই সম্মেলন থেকে আগামী পঞ্চায়েত ভোটে লড়ার রসদ খুঁজতে তৈরি বঙ্গ সিপিএম।