বালিগঞ্জ (Ballygung) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিএম (CPM) প্রার্থী সায়রা শাহ হালিমকে সমর্থন জানাল সিপিআইএমএল লিবারেশন (CPIML)। নকশালপন্থী দলটির সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)।
লিবারেশন সাধারণ সম্পাদক টুইটারে লিখেছেন, বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) প্রার্থী করার মাধ্যমে তৃণমূল কংগ্রেস রাজ্যের বিজেপি বিরোধী ভোটারদের অপমান করতে চাইছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে যাঁরা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, তাঁদের উচিত সিপিএম প্রার্থীকে সমর্থন করা।
আরও পড়ুন: Shatrughan Sinha: আসানসোলে শত্রুঘ্ন সিনহা, সোমবার মনোনয়ন জমা দিয়ে শুরু উপনির্বাচনের প্রচার
বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের 'বিজেমূল' স্লোগানের বিরোধিতা করেছিল লিবারেশন। তারপর থেকেই দু'পক্ষের সম্পর্ক তিক্ত। উপনির্বাচনের আবহে সেই শৈত্য কাটার ইঙ্গিত মিলল।