জয়ের পরই দলবদল । সিপিএমের টিকিটে জিতে ফের তৃণমূলে যোগ দিলেন গীতা হাঁসদা । পূর্ব বর্ধমানের কালনা ১ নম্বর ব্লকের কাকুরিয়া পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী ছিলেন তিনি । মঙ্গলবার ফল প্রকাশ হতেই দেখা যায়, তৃণমূলকে হারিয়ে ২৩ ভোটে জিতেছেন তিনি । কিন্তু, জয়ের পরই গণনাকেন্দ্র থেকে বেরিয়ে দলবদল করেন গীতা হাঁসদা । ফের তৃণমূলে যোগ দিয়ে তিনি জানান, রাগের কারণে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিয়েছিলেন । এখন আবার তৃণমূলে যোগ দিলেন ।
সিপিএমের অভিযোগ, গীতা হাঁসদা-র উপর চাপ সৃষ্টি করা হয়েছে । তাই তিনি তৃণমূলের যোগ দিয়েছেন । যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল । পূর্ব বর্ধমানের কালনা ১ নম্বর ব্লকের কাকুরিয়া পঞ্চায়েতে ১৮ টি আসন ছিল । তার মধ্যে একটি জেতে সিপিএম । ওই আসনেই দাঁড়িয়েছিলেন গীতা হাঁসদা ।