প্রায় ৩২ বছর পর ফের বামেদের (CPM) দখলে চন্দননগরের (Chandannagar) ১৭ নম্বর ওয়ার্ড । তৃণমূল প্রার্থী সুদীপকুমার নাথকে ১৩০ ভোটে হারিয়ে দিলেন বাম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায় (Ashok Ganguly) । ১৯৯০ সালের পর ২০২২ । চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ডে ফের উড়ল লাল পতাকা । সব মিলিয়ে চন্দননগর পুরসভার (Chandannagar municipal by poll 2022) দুটো ওয়ার্ড এখন বামেদের দখলে ।
এর আগে চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ডে জিতেছিল বিজেপি । এই ওয়ার্ড গেরুয়া শিবিরের দখলে ছিল । তবে পুরভোটের উপনির্বাচনে বাজিমাত করল বামেরা । বুধবার ৬ পুর ওয়ার্ডের উপনির্বাচনে (WB Municipal By-Poll) ফলঘোষণা হয়েছে । চন্দননগরের ১৭ নং ওয়ার্ডে বামেরা পেয়েছেন মোট ১০১৮ ভোট । দ্বিতীয় স্থানে তৃণমূল । এই জয় তাঁদের কাছে খুব তাৎপর্য্যপূর্ণ বলে জানিয়েছেন অশোক গঙ্গোপাধ্যায় । তাঁর মতে, মানুষের আশীর্বাদেই জয় সম্ভব হয়েছে । অশোকবাবু বলেন, "আজ নির্বাচিত হওয়ার পর আমি কোনও দলের কাউন্সিলর নই। ১৭ নম্বর ওয়ার্ডের মানুষের কাউন্সিলর। সমস্ত দলের, সমস্ত কর্মীর কাউন্সিলর।’’ অন্যদিকে, চন্দননগরের মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ।
আরও পড়ুন, GTA Result:জিটিএ নির্বাচনে একক গরিষ্ঠতা অনিত থাপার দল বিজিপিএম-এর, খাতা খুলল তৃণমূল
গত ফেব্রুয়ারি মাসে চন্দননগর পুরনিগমের নির্বাচনে মোট ৩৩টি আসনের মধ্যে ৩২টিতে জয় পেয়েছিল তৃণমূল । তখন ১৬ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছিলেন বামেরা । তবে, বিজেপি প্রার্থী গোকুলচন্দ্র পালের মৃত্যুতে ১৭ নম্বর ওয়ার্ডে ভোট হয়নি । সেই ভোট হয় গত ২৬ জুন । সেখানে ভোট পড়ে ৭৩ শতাংশ । তার মধ্যে সিপিএম প্রার্থী ভোট পেয়েছেন ৫০.৪৭ শতাংশ । তৃণমূল প্রার্থী পেয়েছেন ৪৪.০৩ শতাংশ ভোট ।