বাংলার মুখ্যমন্ত্রী মুখ হিসাবে তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চান। শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর এই মন্তব্যের পর শুরু রাজনৈতিক চাপান-উতোর। বিজেপি, তৃণমূলের পাশাপাশি এবার অধীরের সমালোচনায় জোট-বন্ধু সিপিএম। সিপিএমের কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তীর মতে, এই মন্তব্যে বিচার ব্যবস্থায় আস্থা বাড়ে না। বরং বিচারপতিকে বিড়ম্বণায় ফেলা হল।
শনিবার একদিনের সফরে মুর্শিদাবাদ গিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর এই সফরের মধ্যেই নিজের পছন্দের মুখ্যমন্ত্রী মুখ হিসাবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নামের কথা জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তবে কোন দলের প্রার্থী হিসাবে তিনি বিচারপতিকে মুখ্যমন্ত্রীকে দেখতে চান, তা স্পষ্ট করেননি।
প্রদেশ কংগ্রেস সভাপতির এই মন্তব্যের পর তৃণমূলের প্রশ্ন, যদি বিচারপতিকে আগামী বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী করে, সেক্ষেত্রে কী অধীর চৌধুরী সমর্থন করবেন ? এই রাজনৈতিক চাপান উতোরের মধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তিনি ভগবান নন। একজন রক্তমাংসের সাধারণ মানুষ। আর নিয়োগ মামলায় তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলেন। মানুষের ভালবাসায় তিনি আপ্লুত।