পঞ্চায়েত ভোটে (WB Panchayet Election) কারচুপি ও ভোট লুটের অভিযোগ তুলে পথে নামলেন সিপিএম কর্মীরা- (CPIM) । তবে, সেই প্রতিবাদে নেই কোনও মিছিল, নেই কোনও স্লোগান । আছে শুধু মিষ্টি । একেবারে লাল লাল রসগোল্লা (Red Rasogolla) । পথচলতি মানুষদের মিষ্টিমুখ করালেন সিপিএম কর্মীরা (Howrah CPIM News)।
প্রায় ৬ হাজার লাল রসগোল্লা বিতরণ করা হল । এমনই ছবি দেখা গেল হাওড়ার ডোমজুড়ের লক্ষণপুরে । কিন্তু, অভিনব প্রতিবাদের পিছনে কারণ কী ?
সিপিএম কর্মীরা জানাচ্ছেন, এটা একধরনের গান্ধীগিরি । তাঁদের অভিযোগ, ডোমজুড়ের একাধিক বুথে, ছাপ্পা, ভোটলুট করেছে তৃণমূল ।
আরও পড়ুন, On This Day in History 24 July: দেশ পেয়েছিল প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার, ইতিহাসের চোখে ২৪ জুলাই
যেমন, ডোমজুড়ের মাকড়দহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে নির্বাচনের দিনে বুথ জ্যাম এবং ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল । অভিযোগ, গণনার দিনে সিপিএম প্রার্থী জিতে গেলেও সার্টিফিকেট কেড়ে নেয় তৃণমূল কর্মীরা। তারই প্রতিবাদে এদিন পথে নামেন তাঁরা ।
সিপিএম জানাচ্ছে, মানুষকে তাঁরা মিষ্টিমুখ করাচ্ছেন । তার কারণ, জনতা তাঁদের ভোট দিয়েছিল। কিন্তু জিতে যাওয়ার পর তাদের সার্টিফিকেট জোর করে কেড়ে নেওয়া হয়। যেহেতু মানুষের ভোটে তাঁদের জয় হয়েছে, তাই তাঁদের মিষ্টিমুখ করানো হচ্ছে।