প্রয়াত সিপিএম নেতা নারায়ণ বিশ্বাস । বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি । মঙ্গলবার সকালে এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মন্ত্রী । বর্তমানে দলের রাজ্য কমিটির সদস্য ছিলেন তিনি । তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন সিপিএম নেতা-কর্মীরা ।
সিপিএম সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুরে এসএসকেএম থেকে প্রয়াত নেতার দেহ আলিমুদ্দিন স্ট্রিটে রাজ্য দফতরে নিয়ে যাওয়া হবে । তারপর বালুরঘাটে নিয়ে যাওয়া হবে তাঁকে । সেখানে রাতে ডিপ ফ্রিজে রাখা থাকবে দেহ । বুধবার সিপিএমের জেলা দফতর ও গঙ্গারামপুরের দলীয় কার্যালয় হয়ে সকাল ১১টায় মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হবে প্রয়াত নেতার দেহ । সেখানে তাঁর দেহ দান করা হবে বলে জানা গিয়েছে ।
সত্তরের দশকের শুরুতে সিপিএমের দলীয় সদস্যপদ পেয়েছিলেন নারায়ণ । এরপর ১৯৯৩-১৯৯৮ পর্যন্ত দক্ষিণ দিনাজপুরের জেলা সভাধিপতি ছিলেন । ২০০১-২০১১ বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি । মাঝে বিধায়কও হন তিনি ।