রাত পোহালেই বিধাননগর (Budhannagar) পুরসভার নির্বাচন। তার আগে এক সিপিএম নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠল। সিপিএমের দাবি, হামলা চালিয়েছে তৃণমূল (TMC)।
বিধাননগর পৌরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। নিউটাউন তারুলিয়া ফাস্ট লেন এলাকায় এক সিপিআইএম নেতার বাড়িতে ভাঙচুর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রায় ২৫ থেকে ৩০ জন বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে দু'দফায় বাড়িতে ভাঙচুর চালায় ও হুমকি দেওয়া হয় বলে দাবি সিপিআইএম প্রার্থীর হয়ে প্রচার করা যাবে না বলে শাসানো হয় বলে অভিযোগ। নিউটাউন থানার খবর দেওয়া হলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে যায়।
আরও পড়ুন : Municipal Election 2022 : পুরভোটের মুখে জায়গায় জায়গায় অশান্তি, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ
সকালেই ভাঙচুর হওয়া সিপিআইএম নেতার বাড়িতে যান রাজারহাট নিউটাউন এর সিপিআইএম নেতা সপ্তর্ষি দেব এবং বিধাননগর ২৭ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী শুভম দাস।