CPIM এর রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ (Shatarup Ghosh) প্রায়শই থাকেন শিরোনামে। তিনি সুবক্তা, সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। তবে এবার আর রাজনীতি নয় শতরূপ ঘোষ শিরোনামে অন্য কারণে। হালকা শীতের এই বিয়ের মরসুমেই শুভ কাজ সেরে ফেলছেন শতরূপ ঘোষ (Shatarup Ghosh Wedding)। ৪ঠা ডিসেম্বর, রবিবার দীর্ঘদিনের প্রেমিকা বলা ভালো কমরেডের সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি।
পাত্রীর নাম পহেলী সাহা (Paheli Saha)। শতরূপের মতোই তাঁর পথও বাম। দীর্ঘদিন বাম রাজনীতির সঙ্গে যুক্ত পহেলী সাহা কলকাতারই মেয়ে। তাঁর লেখাপড়া আশুতোষ কলেজে। বহু মিছিলে একসঙ্গে হাঁটার পর এবার শতরূপের হাত ধরে নতুন জীবনে পদার্পণ করতে চলেছেন তিনি।
আরও পড়ুন : ৫৪ বছরে মা, ৭০ বছরে বাবা! যমজ সন্তানের জন্ম দিয়ে চমকে দিলেন উত্তর ২৪ পরগণার দম্পতি
৪ ডিসেম্বর তাদের বিয়ের আসর বসবে রুবির নিকট বিষ্ণু বিজলী গার্ডেনে। ইতিমধ্যেই শতরূপের বাড়িতে শুরু হয়ে গিয়েছে বিয়ের তোড়জোড়। পর্দার জুন আন্টি ওরফে ঊষশী চক্রবর্তী শনিবার শতরূপের সঙ্গে ছবি শেয়ার করে বিয়ের খবর জানিয়েছেন। স্বভাবতই বাম নেতার ছিমছাম বিয়েতে থাকবে না নিয়মকানুনের কড়াকড়ি। তাদের বিয়ের কার্ডও বেশ চমকপ্রদ। প্রজাপতি ব্রহ্মা নয় তাদের বিয়ের কার্ডে ক্যারিক্যাচারে ফুটে উঠেছে তাদের নিখাদ প্রেম। দেওয়ালে কাস্তে হাতুড়ি, কলকাতা, ট্রাম আর যুগলের টুকরো টুকরো ছবিতে সাজানো হয়েছে বিয়ের কার্ড।