রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগে আরও বেশি করে সোশ্যাল মিডিয়ায় নজর দিতে চলেছে সিপিএম। আলিমুদ্দিন স্ট্রিটের আশা, সোশ্যাল মিডিয়ায় আরও সংগঠিত প্রচার প্রভাব ফেলবে ব্যালটবাক্সে। তাই আগামী ১১ ফেব্রুয়ারি সিপিএম রাজ্য কমিটির অনুমতি নিয়ে একটি বিশেষ সম্মেলনের আয়োজন করেছে বঙ্গ সিপিএমের ডিজিটাল শাখা। সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, নিউটাউনের রবীন্দ্রতীর্থ প্রেক্ষাগৃহে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজ্যের ২২টি জেলা থেকে মোট ২০০ জন প্রতিনিধি এই কর্মসূচিতে অংশ নেবেন। আগামীতে দলের ডিজিটাল প্রচারের সামনের সারিতে থাকবেন তাঁরা।
BJP MLA joins TMC : বঙ্গ রাজনীতিতে বড় চমক, এই প্রথম তৃণমূলে বিজেপি বিধায়ক, ঘাসফুলে সুমন কাঞ্জিলাল
ডিজিটাল মাধ্যমে সিপিএমের উপস্থিতি বাড়াতেই এই সম্মেলন।
সম্মেলনের প্রচারে একটি অভিনব স্লোগান তৈরি করেছে সিপিএমের ডিজিটাল শাখা- 'হেঁটেও এবং নেটেও আছি।' সম্মেলনে হবে
একাধিক কর্মশালা, রাউন্ড টেবিল বৈঠক। কর্মীদের শেখানো হবে গ্রাফিক্স ও ভিডিয়ো সম্পাদনার কাজ।
সিপিএম নেতা পলাশ দাসের দাবি, অন্য রাজনৈতিক দলগুলি বিপুল অর্থের বিনিময়ে পেশাদারি সংস্থাকে দিয়ে ডিজিটাল প্রচার করে। কিন্তু তাঁরা ভরসা রাখছেন দলীয় কর্মীদের উপরেই।