রাজ্য রাজনীতিতে যুযুধান তৃণমূল এবং বিজেপি৷ কিন্তু সিপিএমের দীর্ঘদিনের দাবি, জোড়া ফুল বনাম পদ্মফুলের এই লড়াই আদতে সাজানো, গট আপ যুদ্ধ। কেন্দ্র এবং রাজ্য সরকারের দুই শাসকদলের মধ্যে বোঝাপড়া আছে। সেটিং করে চলছে বিজেপি এবং তৃণমূল।
আসন্ন লোকসভা নির্বাচনের আগে, সিপিএমে রাজ্য কমিটির পক্ষ থেকে স্যোসাল মিডিয়ায় রিলিজ করা হল পোস্টার। ক্যাপশনে লেখা 'হাল ফেরাও লাল ফেরাও'।
পোস্টারে মোদী ও মমতার কার্টুন। ছবিতে মমতা মোদীর হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। সঙ্গে সিপিএমের কিঞ্চিৎ শ্লেষ, 'সেটিঙ আছে তাই রে/ চোরের মাথা বাইরে'। আলিমুদ্দিনের অভিযোগ, বোঝাপড়া আছে বলেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে ছোঁয় না ইডি বা সিবিআই-এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। এই সেটিং তত্ত্ব নিয়েই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে লড়েছিল বামফ্রন্ট।