বীরভূমের (Birbhum) রামপুরহাটের (Rampurhat) বগটুই গ্রামে পৌঁছে গেলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বুধবার সকালেই বগটুই গ্রামে পৌঁছে গিয়েছেন তিনি। সেখানে পুলিশকর্মীদের বচসা হয় সিপিএম নেতার।
বগটুই গ্রামে দাঁড়িয়ে সেলিম অভিযোগ করেন, যে সময় একের পর এক বাড়িতে আগুন লাগানো হচ্ছিল, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন পুলিশকর্মীরা। কেউ বাধা দেননি। আক্রান্তদের বাঁচানোর চেষ্টা করেননি।
আরও পড়ুন:
তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যুর পর বীরভূমের রামপুরহাটে বগটুই গ্রামে একের পর এক বাড়িতে আগুন লাগানো হয়। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় অনেকের। সরকারি মতে মৃতের সংখ্যা ৮।