পঞ্চায়ত নির্বাচনের আগে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে (TMC) বিঁধতে নতুন অস্ত্রে শান দিচ্ছে সিপিএম (CPM)। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) জানিয়েছেন, তাঁদের পক্ষ থেকে একটি নম্বর দেওয়া হবে। সেই ফোন নম্বরে যোগাযোগ করে এলাকার দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের বিষয়ে তথ্য জানাতে পারবেন সাধারণ মানুষ৷ সিপিএম নেতার হুঁশিয়ারি, তাঁরা গ্রামসভা বসাবেন। দুর্নীতিগ্রস্থ নেতাদের বিচার করবেন সাধারণ মানুষই।
এর আগে সিপিএমের পক্ষ থেকে 'পাহারায় পাবলিক' নামে একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। সেলিমের দাবি, সেই উদ্যোগ বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দিকে তাকিয়ে নেওয়া হল 'নজরে পঞ্চায়েত' কর্মসূচি।
Shimanto Trailer: গোয়ান্দার চরিত্রে পায়েল, সামনে এল 'সীমান্ত'-এর ট্রেলার
আলিমুদ্দিনের পক্ষ থেকে রাজ্যবাসীকে দেওয়া হবে একটি নম্বর। যেখানে ফোন বা মেসেজ করে সাধারণ মানুষ তাদের অভিযোগ জানাতে পারবেন। সিপিএম নেতার দাবি, যাঁরা অভিযোগ জানাবেন, তাঁদের পরিচয় গোপন রাখা হবে।
শিয়রে পঞ্চায়েত নির্বাচন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লড়াই। তার আগে নতুন করে ঘুঁটি সাজাচ্ছে সব দলই। সম্প্রতি শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য। উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের দুর্নীতি রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয়তা বাড়িয়েছেন। তিনি প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন। রাজ্যের ৯টি জেলাকে বিশেষ সতর্ক করা হয়েছে নবান্নের তরফে। মমতার সরাসরি নির্দেশ : পঞ্চায়েতে চোর ধর, এফআইআর কর।
যদিও সিপিএমের রাজ্য সম্পাদকের দাবি, এই সবই লোকদেখানো। বগটুই কাণ্ডের পর বেআইনি অস্ত্র উদ্ধারের বার্তা দিয়েছিলেন মমতা। তাতে কাজের কাজ কিছুই হয়নি।