বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল কলকাতা মেট্রো রেল। রবিবার ময়দান স্টেশনে ডাউন লাইনে ফাটল দেখা যায়। যার জেরে কয়েকটি স্টেশনে বন্ধ রাখা হয় মেট্রো চলাচল।
রবিবার বিকেল ৪টে ৪৫ নাগাদ লাইনে ফাটল দেখতে পান মেট্রো কর্মীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আধিকারিকদের। এবং বন্ধ করে দেওয়া হয় মেট্রো চলাচল।
জানা গিয়েছে, এই ঘটনার জেরে টালিগঞ্জ থেকে মহাত্মা গান্ধী রোড পর্যন্ত পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। যদিও টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া ও গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে।