সাতসকালে ডাঙায় কুমির (Crocodile)। ঘুম ভেঙে সাতসকালেই কালনাবাসীর চোখ কপালে। মঙ্গলবার সকালে কালনা ১০ নম্বর ওয়ার্ডে আতঙ্ক ছড়ায়। কার্যত বাড়ির উঠোনে ঘুরে বেড়াতে দেখা যায় বিশালাকার কুমিরকে। যা দেখে নিমেষে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় কালনা থানার পুলিশকে। খবর পৌঁছোয় বনদফতরেও।
Jagannath Temple in Puri: পুরীর মন্দিরে ছেঁড়া প্যান্ট, স্লিভলেস জামা পরে ঢোকা যাবে না, জারি নির্দেশিকা
সূত্রের খবর , সোমবার রাত দেড়টা নাগাদ কুমিরটিকে এলাকায় ঘুরে বেড়াতে দেখেন কয়েকজন। তারপরই কার্যত ঘুম উড়ে যায় গ্রামবাসীর। কুমিরটিকে যেন কোনওভাবে মানুষ আঘাত না করে এবং মানুষের যাতে কোনও ক্ষতি না হয়, সেদিকে নজর ছিল পুলিশের। জলের কুমির ডাঙায় দেখে ফটো তুলতে ভিড় জমান এলাকাবাসী।