ছট পুজোর দিন ভাগীরথীর জলে কুমির। স্থানীয় মৎস্যজীবীদের জালে আটকে যায় কুমিরটি। পরে ওই জাল কেটে গোটা ভাগীরথীর জলে সাঁতরে বেড়ায়। কুমির আতঙ্ক ছড়িয়ে পরে স্থানীয়দের মধ্যে।
মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজের ১২ নং গেট এলাকার ভাগীরথীর জলে দেখা মেলে একটি বড় কুমিরের। ভাগীরথীতে মাছ ধরছিলেন কয়েকজন মৎস্যজীবী। কুমিরটি প্রথমে মৎস্যজীবীদের জালে আটকে যায়। এর কিছুক্ষণ পর ওই জাল কেটে বেরিয়ে যায় কুমিরটি। বিষয়টি জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়।
পরে ফারাক্কার ডাউন ষ্টিমের গঙ্গায় ফের দেখা মেলে কুমিরটির। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন ফরাক্কা বিট অফিসার প্রভাস কুমার মন্ডল। ছট পুজো উপলক্ষে ফরাক্কার গঙ্গার ঘাটে জনসমাগম হয় যথেষ্ট। ফলে কুমির আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, কুমির দেখা গেলেও কারও কোনও ক্ষতি হয়নি। কুমিরটির উপর নজর রাখতে ওই এলাকায় বিশেষ ভাবে নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে বন দফতর।