লোকসভা নির্বাচনে বাংলায় কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি নিয়ে প্রতিদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট দিতে হবে। রিপোর্ট দেবেন রাজ্যের বাহিনী সমন্বয়কারী অফিসার। এমনই নির্দেশ সিআরপিএফের। ই-মেল ও হার্ডকপি মারফত স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট দিতে হবে। স্পর্শকাতর কেন্দ্রগুলিতে দ্রুত বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
সিআরপিএফের দিল্লির দফতর থেকে জানানো হয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও পুলিশের ডিজির সঙ্গে আলোচনা করা হবে। তারপরই লোকসভা কেন্দ্রে বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধি। রেলকে বিশেষ ট্রেনও দিতে বলেছে কেন্দ্রীয় বাহিনী।
ইতিমধ্যেই নির্বাচনের জন্য রাজ্যে মোট ১৫০ কম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। ভোটের দিনঘোষণার আগেই রাজ্যে পাঠানো হয়েছে তাঁদের। নির্বাচন কমিশন জানিয়েছে, এপ্রিলের শুরুতে রাজ্যে আরও ২৭ কম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে।