বৃহস্পতিবার মাঝরাত থেকেই স্কুল সার্ভিস কমিশনের (SSC) দফতর আচার্য সদন ঘিরে রেখেছে সিআরপিএফ (CRPF)। দুপুর ১টা পর্যন্ত তাদের থাকার কথা। সাড়ে ১২টা থেকে শুরু হবে সিসিটিভি নজরদারি। রাত ২টো ৫০ মিনিটে সিআরপিএফ পৌঁছে যায় আচার্য সদনে। প্রায় আধ ঘণ্টা অপেক্ষা করার পর গেট না খোলায় গেট টপকে ভিতরে প্রবেশ করে কেন্দ্রীয় বাহিনী।
এসএসসি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সন্ধেয় সিবিআইয়ের মুখোমুখি হতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। প্রায় সঙ্গেসঙ্গেই এসএসসি-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন সিদ্ধার্থ মজুমদার। তাঁর জায়গায় দায়িত্ব নেন আইএএস পদাধিকারী শুভ্র চক্রবর্তী।
মাঝরাতে বসল আদালত, আজ দুপুর একটা অবধি এসএসসি দফতর ঘিরে কেন্দ্রীয় বাহিনী
এসএসসি দুর্নীতির মামলাকারীরা বুধবার রাতেই নথির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে মামলা করেন আদালতে। নজিরবিহীন ভাবে রাতে সেই মামলার শুনানি শুরু হয় কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। মাঝরাতে বিচারপতি নির্দেশ দেন রাত সাড়ে বারোটার মধ্যে এসএসসির দফতর আচার্য সদন ঘিরে ফেলবে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ। তারাই দুপুর ১টা পর্যন্ত এসএসসি অফিস ঘেরাও করে থাকবে। কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। পরে চলবে সিসিটিভি নজরদারি।