বাঙালির কাছে-পিঠে ঘোরার জায়গা মানেই দীঘা, পুরী । যাতায়াতের মাধ্যম ওই ট্রেনে বা বাস । তবে, এবার ভ্রমণপিপাসু বাঙালিদের জন্য সুখবর । জানা গিয়েছে, ট্রেন বা বাস ছাড়াও এবার জলপথে খুব কম সময়ে পৌঁছে যেতে পারবেন দীঘা বা পুরী । সেরকমই উদ্যোগ নেওয়া হচ্ছে ডায়মন্ড হারবার পুরসভার তরফে । দীঘা ও পুরীর জন্য পিপিই মডেলে ক্রুজ চালানোর পরিকল্পনা করা হয়েছে ।
জানা গিয়েছে, ডায়মন্ডহারবার জেটি থেকে ক্রুজ ছেড়ে প্রথমে গঙ্গাসাগরে যাবে । সেখানে কিছুক্ষণ অপেক্ষার পর দীঘা ও পুরীর উদ্দেশে রওনা দেবে । ডায়মন্ডহারবার থেকে পুরী যেতে সময় লাগবে প্রায় ছয় ঘন্টা । আর মাত্র ১ ঘণ্টা ২০ মিনিটেই জলপথে দিঘায় পৌঁছে যাওয়া যাবে ।