আর জি করের প্রতিবাদ সঙ্গে ১০ দফা দাবি। ১৫ দিনে জুনিয়র ডাক্তারদের অনশন। শনিবার ধর্মতলার মঞ্চে তাঁদের কাছে ফের এল মুখ্যমন্ত্রীর বার্তা। রাজ্যের তরফ থেকে আরও একবার জানানো হল অনশন তুললেই মানা হবে জুনিয়র ডাক্তারদের দাবি। এমনকি, রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে ছাত্র সংসদ নির্বাচনের প্রতিশ্রুতিও দিলেন মুখ্যমন্ত্রী। দেবাশিস হালদার, কিঞ্জল নন্দের কাছ থেকে এই ইস্য়ুতে তিন থেকে চার মাস সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী। তবে, আগে অনশন তোলার অনুরোধ করেছেন মমতা। তিনি জানিয়েছেন, অনশন শরীরের ক্ষতি করে, এটা ঠিক নয়। জীবন বাঁচানো জুনিয়র ডাক্তারদের কাজ। জীবন দেওয়া নয়।
অনশনের ১৪ তম দিনে রাজ্যকে দুটি বার্তা দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। ধর্মতলার অনশন মঞ্চে বসে তাঁদের অভিযোগ ছিল মুখ্যমন্ত্রী পুজো করতে পারেন কিন্তু তাঁদের কাছে আসতে পারেন না। প্রশ্ন তোলা হয়েছিল, কেন তাদের শুধুমাত্র জল খেয়ে থাকতে হবে। আর কবে মুখ্যমন্ত্রী তাঁদের দিকে চেয়ে দেখবেন। দ্বিতীয় বার্তা ছিল, মঙ্গলবারের ধর্মঘট। যা সিদ্ধান্ত হয়েছিল শুক্রবারের সন্ধেয় সিনিয়র চিকিৎসকদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকে।
রাজনৈতিক মহল মনে করে, জুনিয়র ডাক্তারদের প্রথম বার্তার থেকেও দ্বিতীয় বার্তাটি ছিল বেশ কড়া। কারণ, নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে এবার রাজ্যের চিকিৎসকরা যদি ধর্মঘট করেন তাতে স্বাস্থ্য পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে যাবে। ২৪ ঘণ্টা বন্ধ থাকবে সরকারি হাসপাতাল। যা নজিরবিহীন। এই নজির যাতে তৈরি না হয় সেই কারণেই শনিবার জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে হাজির হয়েছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ।
সম্প্রতি রাজ্যের সঙ্গে জুনিয়র ডাক্তারদের আলোচনার সেতু হিসেবে তিনি কাজ করবেন বলে দাবি করেছিলেন অপর্ণা সেন। এদিন নবান্নের সঙ্গে জুনিয়র ডাক্তারদের সেতু বাঁধার কাজটি নিজেই করলেন মুখ্যসচিব। তাঁর ফোন থেকেই জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবনের গত বৈঠকে মুখ্যসচিব জানিয়েছিলেন ১০টি দাবির মধ্যে এমন তিনটি দাবি রয়েছে যার কোনও সময় সময়সীমা বেঁধে কাজ করা সম্ভব নয়। সেই তিনটি দাবির মধ্যে একটি ছিল, রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে ছাত্র সংসদ নির্বাচন।
রাজনৈতিক মহল মনে করছে, মঙ্গলবারের ডাকা ধর্মঘটের আগে পরিস্থিতি বাগে আনতে চায় রাজ্য। তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে এদিন ছাত্র সংসদ নির্বাচনের তাসও খেলে দিলেন মমতা। সময়সীমা এবং সিদ্ধান্ত দুটোই খেলে দিলেন জুনিয়র ডাক্তারদের কোর্টে। তবে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে নিয়ে নিজের সিদ্ধান্তেই অনড় মুখ্যমন্ত্রী। এদিনও তিনি জানিয়েছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাস্থ্যসচিবের পদ থেকে তাঁকে অপসারণ করা নবান্নের পক্ষে সম্ভব নয়।
এই অবস্থায় আগামী সোমবার RG কর জট খুলতে ফের জুনিয়র ডাক্তারদের ফের নবান্নে ডাকলেন মুখ্যমন্ত্রী। নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধিদের নিয়েই দেবাশিস, কিঞ্জল, অনিকেতদের নবান্নে আসতে অনুরোধ করেছেন মমতা। ফলে বল এখন সেই জুনিয়র ডাক্তারদের কোর্টে।