অনলাইনে (Online Fraud) ২৮৫ টাকার জুতো কিনতে গিয়েছিলেন। অ্যাকাউন্ট থেকে খোয়া গেল ১৯ হাজার ৫৯ টাকা। একটি ই-কমার্স সাইটের (E-Commerce Site) বিরুদ্ধে এমনই অভিযোগ নরেন্দ্রপুরে (Narendrapur News)। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারিনীর দাবি, অনলাইনে পেমেন্ট করতে গিয়ে সমস্যায় পড়েন তিনি। অভিযোগ, তিনি হেল্পলাইনে ফোন করে সাহায্য চান। কিন্তু হেল্পলাইন থেকে তাঁকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। এরপর সেই অ্যাপ থেকে ওটিপি চাওয়া হয়। ওটিপি (OTP) বলার পর তিন দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে ১৯ হাজার ৫৯ টাকা গায়েব হয়ে যায় বলে অভিযোগ।
আরও পড়ুন: অবশেষে স্বস্তি, মাসের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস কলকাতায়
উল্লেখ্য, জেলাজুড়ে পুলিশের পক্ষ থেকে সাইবার ক্রাইমে প্রতিরোধের অভিযান চলছে। এরই মধ্যে নরেন্দ্রপুরে এই ঘটনা সামনে এল।