শিক্ষা দফতরের সঙ্গে আলোচনায় না গিয়েই রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose) । সূত্রের খবর, বুধবার রাজভবনে একটি বৈঠক করেন রাজ্যপাল। সেই বৈঠকে ডাকা হয়নি শিক্ষা দফতরের কোনও প্রতিনিধিকেই। এই বৈঠকের ভিত্তিতেই তড়িঘড়ি নিয়োগ করা হয়. জানা গিয়েছে যাদবপুর এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল।
Mamata Banerjee : পড়ুয়াদের আর্থিক সমস্যা মেটাতে লেটার বক্স চালুর নির্দেশ মুখ্যমন্ত্রীর
তবে আচার্যের এই এক তরফা সিদ্ধান্তে রাজ্যের কোনও হস্তক্ষেপ না থাকায় ক্ষুব্ধ শিক্ষা দফতর। অভিযোগ, সার্চ কমিটির সুপারিশ ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, সুরঞ্জন দাসের বদলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ করা হয়েছে অমিতাভ দত্তকে, যিনি এতদিন সহ উপাচার্য ছিলেন। সদ্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের মেয়াদ ফুরোয়, এরপরেই তড়িঘড়ি নেওয়া হয় সিদ্ধান্ত।