সন্দেশখালিতে ED আধিকারিকদের উপর হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে কড়া হাতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এমনকি তিনি জানান, সরকার যদি পদক্ষেপ না নিতে পারে তাহলে সংবিধান সংবিধানের পথে চলবে।
এদিকে এই ঘটনার পরেই NIA তদন্তের দাবি তুলেছে BJP। রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদার একটি চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় সরকারকে। সেখানে NIA তদন্তের দাবি তোলা হয়েছে।
শুক্রবার রেশন দুর্নীতিতে ইডির তল্লাশি অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত সন্দেশখালি । তৃণমূল নেতা শেখ শাহাজাহানের বাড়িতে অভিযানে গিয়ে গুরুতর আহত হন দুই ইডি কর্তা । তাঁদের উপর ইট, বাঁশ, লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে ।