রাজভবনে রাজনৈতিক কার্যকলাপ চলছে। এমনকি অশুভ উদ্দেশ্য নিয়ে একজন রাজভবনে ঢোকানো হয়েছে। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এই সংক্রান্ত একটি অডিওবার্তা প্রকাশ করা হয়েছে। সেখানে রাজভবনের সব কর্মীদের সতর্ক করা হয়েছে।
রাজভবনের তরফে জানানো হয়েছে, এই সংক্রান্ত একটি গোপন রিপোর্ট তাদের হাতে এসেছে। তারপরেই এবিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন এক মহিলা। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়। তাঁর অভিযোগ, রাজভবনে তাঁকে দুবার শ্লীলতাহানি করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেন রাজ্যপাল।