সন্দেশখালিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের উপর হামলায় অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাজাহান গ্রেফতার না হওয়ায় 'ক্ষুব্ধ' রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ রবিবার সিআরপিএফ-এর আইজি-র রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর বিবৃতি দিয়ে রাজ্য সরকারের উদ্দেশে তিন দফা প্রশ্ন রাখল রাজভবন।
রেশন দুর্নীতি নিয়ে সরকার কী পদক্ষেপ করেছে, তা জানতে চেয়েছেন রাজ্যপাল। শাজাহান কেন গ্রেফতার হননি, সেই প্রশ্নও রেখেছেন তিনি। সন্দেশখালির ডাকসাইটে নেতা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গিয়েছেন বলে শোনা যাচ্ছে। এই বিষয়েও রাজ্য সরকারকে অবস্থান স্পষ্ট করতে বলেছেন রাজ্যপাল। এরই সঙ্গে যে পুলিশকর্মী এবং আধিকারিকরা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তিনি তাঁদের শাস্তির সুপারিশ করেছেন।
এই বিষয়গুলি নিয়ে রাজ্য সরকারের বক্তব্য সংবলিত রিপোর্টও চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল। রাজভবনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, পুলিশকে 'লুকোচুরি খেলা' বন্ধ করতে বলেছেন তিনি।
এর আগে সন্দেশখালির ঘটনাকে 'উদ্বেগজনক' আখ্যা দিয়ে রাজ্যপাল বলেছিলেন, রাজ্য সরকার যদি এমন বর্বরতা প্রতিরোধ করতে না পারে, তাহলে দেশের সংবিধান উপযুক্ত পদক্ষেপ নেবে।