সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্যের সুপারিশ করা ৮ শিক্ষাবিদকে আলোচনার জন্য ডেকেছিলেন রাজ্যপাল । কিন্তু অভিযোগ, আমন্ত্রণ জানিয়েও শনিবার তাঁদের সঙ্গে দেখা করেননি সিভি আনন্দ বোস । রাজভবনের এক উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে ওই আট শিক্ষাবিদের বৈঠক হয়েছে বলে খবর । ইতিমধ্যেই এই ইস্যুতে এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগড়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । ঘটনাকে 'লজ্জাজনক'আখ্যা দিয়েছেন তিনি ।
উপাচার্যহীন ছয়টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন আচার্য সি ভি আনন্দ বোস । রাজ্যের তরফে বেশ কয়েকজনের নাম সুপারিশ করা হয় । তাঁদের মধ্যে আটজনকে আলোচনার জন্য ডাকা হয়েছিল শনিবার । কিন্তু, তাঁদের সঙ্গে দেখা করলেন না রাজ্যপাল । বৈঠক করেন রাজভবনের এক উচ্চপদস্থ আধিকারিক । রাজভবনের বিবৃতিতে বলা হয়েছে, ২২ এপ্রিল রাজ্য সরকারের সুপারিশ করা আরও কয়েকজন ব্যক্তিকে আলোচনার জন্য ডাকা হবে ।
এই বিষয়ে শিক্ষামন্ত্রী লেখেন ' আচার্য শনিবার কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদকে রাজভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু, সেখানে আচার্য তাঁর অতিথিদের সঙ্গে দেখা করেননি বলেই জানা গিয়েছে। পরিবর্তে তাঁদের আচার্যর ক্ষমতার উপর দীর্ঘয়িত বক্তব্য শুনতে হয়েছে কোনও আধিকারিকের থেকে । তিনি (আচার্য) কেবল ভারতীয় আতিথেয়তার শিষ্টাচারকে কলুষিত করেছেন তাই নয়, রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদদেরও অপমান করেছেন।'