দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করার পর অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি জানালেন, ভোরের ঠিক আগেই সবচেয়ে অন্ধকার থাকে। তবে তা দীর্ঘস্থায়ী হবে না। সুড়ঙ্গের শেষপ্রান্তে আলো থাকবেই। রাজ্যপাল আরও মন্তব্য করেন, কনকনে শীত যদি এসেই থাকে, তাহলে বুঝতে হবে বসন্ত খুব দূরে নেই।
অমিত শাহের সঙ্গে তাঁর কী কথা হয়েছে তা নিয়ে মুখ খোলেননি রাজ্যপাল৷ তবে তাঁর মন্তব্য নিয়ে শুরু হয়েছে জল্পনা। 'ভোর' বা 'বসন্ত' বলতে তিনি রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন কিনা, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ সংসদ ভবনের নর্থ ব্লকে স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরে ঢোকেন রাজ্যপাল বোস। বেরিয়ে আসেন ৭টা নাগাদ। অর্থাৎ শাহের সঙ্গে রাজ্যপালের বৈঠক হয় প্রায় আধ ঘণ্টা।
সাংবাদিকদের সামনে তিনি বলেন, "ভোরের ঠিক আগের মুহূর্তটাই সবচেয়ে অন্ধকার সময়। তবে টানেলের শেষপ্রান্তে আলো থাকবে। আজ আমি এই বার্তাটুকুই পেয়েছি যে, কনকনে শীত যদি এসেই থাকে, তবে বুঝতে হবে বসন্তও বেশি দূরে নেই। আগামী দিন ভাল হবে।"