চোপড়া সফর হঠাৎ বাতিল করে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । সোমাবর রাতেই দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছেছিলেন তিনি । মঙ্গলবার সকালেই চোপড়ার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল । কিন্তু, জানা গিয়েছে, চোপড়া সফর বাতিল করে ফের দিল্লি ফিরছেন রাজ্যপাল । কী কারণে হঠাৎ সফর বাতিল, তা জানা যায়নি ।
চোপড়ায় তরুণ-তরুণীকে মারধরের ঘটনার পরই উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । দিল্লি থেকেই তড়িঘড়ি চোপড়ায় যাবেন বলে জানিয়েছিলেন রাজ্যপাল । সেইমতো সোমবারই শিলিগুড়ি পৌঁছন । মঙ্গলবার সকাল ১১টা নাগাদ শিলিগুড়ির সার্কিট হাউসে একটি সাংবাদিক বৈঠকও করেন । রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করেন । এরপরই সড়কপথে চোপড়ায় যাওয়ার কথা ছিল তাঁর । কিন্তু, হঠাৎ দুপুর ১টা নাগাদ জানা যায়, চোপড়া যাচ্ছেন না রাজ্যপাল । তিনি ফের দিল্লি ফিরে যাচ্ছেন ।
জানা গিয়েছে, চোপড়ার নির্যাতিত তরুণ-তরুণী ও তাঁদের পরিবারের সদস্যরা রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজি নন । দোষীদের শাস্তিই তাঁদের কাম্য ।