রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন তিনি । রাজভবন সূত্রে খবর, চিঠিতে ভোট পরবর্তী হিংসার অভিযোগের কথা উল্লেখ করেছেন রাজ্যপাল । সেই নিয়ে নিজের উদ্বেগ ব্যক্ত করেছেন ।
রাজভবন সূত্রে খবর, তৃণমূলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলেছেন বিরোধীরা । রাজ্যপালের কাছে সেই সংক্রান্ত অভিযোগ এসেছে । রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি । ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে সরকার কী পদক্ষেপ করেছে,সেই বিষয়েও জানতে চাওয়া হয়েছে বলে খবর ।
দিন কয়েক আগেই ভোট পরবর্তী হিংসায় ‘আক্রান্ত’ বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে যান শুভেন্দু অধিকারী । তারপরেই রাজ্যপাল জানান, মোট ১,০২৫টি অভিযোগ পেয়েছেন তিনি । এবার ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন রাজ্যপাল ।