দুর্যোগ কাটল। বাংলার উপর ঘূর্ণিঝড় অশনির কোনও প্রভাব নেই বলেই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওডিশার দিক থেকে অন্ধ্র উপকূলে বাঁক খেয়ে শক্তি হারাবে অশনি। ঘূর্ণিঝড় থেকে ঝড়ে পরিণত হবে। এবং তা অন্ধ্র উপকূল দিয়েই বইতে থাকবে। ফলে অশনিকে কেন্দ্র করে বাংলার উপকূলে যে ভয়ের কারণ তৈরি হয়েছিল, তা আপাতত কেটে গেল বলেই দাবি আবহাওয়াবিদদের। তবে আগামী আরও কয়েকদিন মৎস্যজীবীদের জন্য সতর্কতা বহাল থাকছে। এমনকী, সাগর প্রিয় পর্যটকদেরও সতর্ক করা হয়েছে। আগামী আরও কয়েকদিন উপকূলের জেলায় নজরদারি চলবে বলেই জানিয়েছে প্রশাসন।
তবে অশনি চলে গেলেও, রেখে গেল ভারী বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে বলে এদিন ফের জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গের তিন জেলা পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্য়ায়।
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, মঙ্গলবার বিকেলেও বিশাখাপত্তনম থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে ছিল অশনি। আবহবিদরা জানিয়েছেন, উপকূলের দিকে ঘূর্ণিঝড়টি অত্যন্ত ধীরগতিতে চলছে। তবে উপকূলের কাছাকাছি এলেও সেটি স্থলভাগে ঢুকবে না। যা পরিস্থিতি সমুদ্রে জন্ম নেওয়া অশনির শেষ হতে চলেছে সমুদ্রেই।