পূর্বাভাস আগেই ছিল। প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল সেইমত। সোমবারই প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় অশনি (Cyclone Asani)। শনিবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ হয়ে গিয়েছে। সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্রগুলিকেও যুদ্ধকালীন তৎপরতায় বন্ধ করে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: 'মোদীজিকে ধোঁকা দিয়ে বাঙালির নাক-কান কেটেছেন বাবুল', তোপ দিলীপ ঘোষের
ভারতীয় মৌসম ভবনের তথ্য অনুযায়ী (IMD), ১৮৯১ সাল থেকে ২০২০ সালের মধ্যে মার্চে বঙ্গোসাগরে ছ'টি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল। আরব সাগরে (Arabian Sea) সেরকম ঘূর্ণিঝড়ের সংখ্যা ছিল দুই। ১৯০৭ সালে শ্রীলঙ্কার উপকূল পার করেছিল একটি ঘূর্ণিঝড়। তারপর ১৯২৬ সালে আরও একটি ঘূর্ণিঝড় তামিলনাড়ুর উপকূল পার করেছিল। এবার ঘূর্ণিঝড় ‘অশনি’ (Cyclone Asani) আন্দামান উপকূল পার করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন (IMD)।
জানা গিয়েছে, বঙ্গোপসাগরের (Bay of Bengal) দক্ষিণ-পূর্বে অবস্থিত গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। রবিবারের মধ্যে তা সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের (Andaman and Nicobar islands) উপর দিয়ে যাবে। সোমবার সকালের মধ্যে তা ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে আছড়ে পড়বে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।
যদিও, বাংলায় এই ঘূর্ণিঝড়ের (Cyclone Asani) সরাসরি কোনও প্রভাব পড়বে না বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।