গভীর নিম্নচাপে পরিণত হল ঘূর্ণিঝড় ‘অশনি’ (Cyclone Asani Update)। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে অন্ধ্রের কাঁকিনাড়া থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ পূর্বে ও বিশাখাপত্তনমের ৩৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছে । অশনি-র প্রভাবে মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির (West bengal Rain Forecast) পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ।
ধীরে ধীরে শক্তি ক্ষয় হচ্ছে 'অশনি'-র । শেষ ৬ ঘণ্টায় অনেকটাই শক্তিক্ষয় হয়েছে ‘অশনি’র । আগামী ৩৬ ঘণ্টায় আরও শক্তিক্ষয় হবে ঘূর্ণিঝড়ের । ওড়িশা উপকূলের কাছে শক্তি হারাবে ‘অশনি’। এমনই পূর্বাভাস মৌসম ভবনের । তবে ল্যান্ডফলের আশঙ্কা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর । অশনি-র প্রভাবে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া-সহ পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
আরও পড়ুন, KMC prepared to combat Ashani: অশনির জেরে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগ রুখতে তৈরি পুরসভা
উপকূলবর্তী এলাকাগুলিতে কড়া নজরদারি চলছে । দিঘায় সমুদ্রে নামা নিষেধ রয়েছে পর্যটকদের । প্রস্তুত রয়েছে এনডিআরএফের টিম । দিঘায় পৌঁছেছেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা । পর্যটকরা যাতে সমুদ্রে না নামেন, তার জন্য রয়েছে কড়া নজরদারি। চলছে মাইকে প্রচার । সুন্দরবন অঞ্চলেও তৎপর রয়েছে জেলা প্রশাসন । মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে ।