অসহ্য গরম থেকে মিলেছে রেহাই। বঙ্গে এখন হেমন্তের মনোরম বাতাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, এবার ধীরে ধীরে তাপমাত্রা কমবে। কিন্তু, শীতের কাঁটা ফের ঘূর্ণাবর্ত। দিন কয়েক আগেই ‘দানা’র দাপট সামলে উঠেছে বাংলার উপকূল। ফের বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, যার জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলার বাতাসে। জলীয় বাষ্প বাড়লেই গুমোট হবে আবহাওয়া।
হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। এর জেরে, বাংলার আকাশ থাকবে আংশিক মেঘলা। নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।
বঙ্গবাসী কার্যত চাতকের মতো অপেক্ষায় আছে, একটু শীতের দেখা পাবে বলে। কিন্তু এবারেও সেই শীত আসায় ব্যাগড়া দিল ঘূর্ণাবর্ত। আবহবিদদের প্রাথমিক অনুমান ছিল, ৫ থেকে ৮ নভেম্বরের মধ্যে নতুন করে তাপমাত্রা কমতে পারে। কিন্তু এই নিম্নচাপের কারণে সেই সম্ভাবনা কম।
মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং ন্যূনতম ৫৩ শতাংশ।