বহু প্রতীক্ষিত বর্ষা অবশেষে ঢুকে পড়েছে দক্ষিণবঙ্গে| জেলায় জেলায় বৃষ্টিও হয়েছে বৃহস্পতিবার সকাল থেকেই| এমনকি তিলোত্তমাবাসীও স্বস্তির বৃষ্টি পেয়েছে | এর মধ্যেই হাওয়া অফিস সূত্র খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে| এর জেরে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে |
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা নিম্নচাপে পরিণত হতে পারে| সপ্তাহান্তে এর জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে| শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা|