ফের দুর্যোগের খবর। সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। যার জেরে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়। তবে, সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউমের (Cyclone Michaung) প্রভাব বাংলায় ঠিক কতটা, তা সোমবার পর্যন্ত সঠিক করে বলতে পারল না আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। যা বুধবার নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের বুকে নিম্নচাপে পরিণত হবে। তারও ৪৮ ঘণ্টার মধ্যে সেই নিম্ন চাপে ঘূর্ণিঝড় আকারে ধেয়ে আসবে স্থলভাগের দিকে।
আরও পড়ুন - পোষা বিড়াল ৮ তলার কার্নিসে! উদ্ধার করতে গিয়ে মৃত্যু যুবতির
যদিও এই নিম্নচাপের জেরে রাজ্যে ঠিক কতটা প্রভাব পড়বে বা কতটা ঝড় বৃষ্টি হবে সেই ব্যাপারে এখনও কিছু জানায়নি আবহাওয়াবিদরা। তবে এই নিম্ন চাপের জোরে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের আকাশের মেঘলা থাকবে সে কথা ইতিমধ্যেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফেই। এমনকি সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সাগরে যেতেও বারণ করা হয়েছে