ক্রমশই স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা। যদিও হওয়া অফিস জানিয়েছ, এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলা এবং উড়িষ্যায় তেমনভাবে পড়বে না। তবুও ঘূর্ণিঝড় মোকা নিয়ে চিন্তায় জেলা প্রশাসন।
ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্য। দীঘায় আটটি দল এবং ২০০ জন উদ্ধারকারী পাঠিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। তৈরি রয়েছে উপকূলরক্ষীবাহিনীও। মৎস্যজীবী এবং পর্যটকদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করেছে পূর্বমেদিনীপুর প্রশাসন। বাড়িতে বাড়িতে গিয়ে সতর্ক করা হচ্ছে বাহিনীর তরফে। মাটির বাড়ি থেকে পাকা বাড়িতে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এই মুহূর্তে ঘূর্ণিঝড় মোকার অবস্থান পোর্ট ব্লেয়ার বন্দর থেকে ৫৩০ কিলোমিটার উত্তর পশ্চিমে। যা ক্রমেই অতি প্রবল ঘূর্ণিঝড় হিসাবে উত্তরে এগোচ্ছে। মাঝ সমুদ্রে বাঁক নিয়ে সে তার অভিমুখ পরিবর্তন করবে। যা আগামী রবিবার আছড়ে পড়বে স্থলভাগে।