মে মাসের শেষে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'রেমাল’। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যা ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শনিবার এর জেরে, ব্যাপক দুর্যোগের সম্ভবনা বাংলার উপকূলবর্তী অঞ্চলে। রবিবার সন্ধেতে বাংলাদেশে ল্যান্ডফল করতে পারে 'রেমাল'। ২৩ তারিখে সমুদ্রে না যাওয়ার জন্য মৎস্য জীবীদের সতর্ক করা হয়েছে।
IPL 2024-MS Dhoni: 'থালা' ধোনি মাঠে নামবেন না! IPL ফাইনালের আড়ম্বরের আড়ালে নীরবে কাঁদছে চিপক
নিম্নচাপের কারণে শনিবার থেকেই রাজ্যের একাধিক জেলায় থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ভারী ঝড়, বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৮০ থেকে ৯০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল হতে পারে বৃহস্পতিবার রাত থেকেই। জারি করা হয়েছে কমলা সতর্কতা। রবিবার সকালের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে হাওয়ার বেগ বেড়ে হতে পারে ১০০ থেকে ১১০ কিলোমিটার। উপকূলীয় এলাকাবাসীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর হাওয়া অফিস।