রবিবারই বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল । হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে । তা আরও ঘনীভূত হয়ে শুক্রবার সকালের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে । এরপর তা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে শনিবার সকালে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে । রবিবার তা আরও উত্তরে অগ্রসর হয়ে সন্ধ্যা নাগাদ বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি আছড়ে পড়তে পারে । এর প্রভাবে রবিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিতে ভিজবে উপকূলের জেলাগুলি । দক্ষিণের বাকি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে । উত্তরে ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে না ।
শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার রাত থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার প্রতি ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে । দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সোমবারও।
সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে । বৃহস্পতিবার থেকে মধ্য এবং দক্ষিণ বঙ্গোপসাগরে, শুক্রবার থেকে উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে ।