ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী রবিবার রাতে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এবং কলকাতায় প্রভাব পড়তে পারে। তার আগে শনিবার থেকেই সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করতে শুরু করল প্রশাসন।
জলপথে পুলিশের তরফে বিভিন্ন এলাকায় মাইকিং করা শুরু হয়েছে। মৎস্যজীবীদের দ্রুত ফিরে আসতে বলা হচ্ছে। এবং উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সাইক্লোন রিলিফ সেন্টারে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
Read More- ধেয়ে আসছে রেমাল ঘূর্ণিঝড়, বিপদ থেকে বাঁচতে সঙ্গে রাখুন এই ৪ ডিভাইস
এদিকে সপ্তাহান্ত থাকায় বকখালি, ফ্রেজারগঞ্জ, মৌসুনী দ্বীপে ভিড় জমিয়েছেন পর্যটকরা। তাঁদেরকেও সতর্ক করা হয়েছে। রবিবার বিকাল থেকে সমুদ্রে নামার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, শনিবার বিকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হুগলি এবং হাওড়ার বিস্তীর্ণ এলাকা। এবং রবিবার সন্ধে থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।