শনিবার থেকেই বঙ্গের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার বাংলাদেশে আছড়ে পড়তে পারে, ভয়াবহ সাইক্লোন রেমাল। এর জেরে রবি থেকে সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা। সঙ্গে কিছু জায়গায় ৯০ থেকে ১০০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাংলার উপকূলীয় অঞ্চলে প্রভাব পড়তে পারে সবচেয়ে বেশি।
Cyclone Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'রেমাল'. শনিবার থেকেই বঙ্গে দুর্যোগ বাড়ার আশঙ্কা
শুক্রবার, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দাবদাহে পুড়েছে বাংলা, কিন্তু নিম্নচাপের জেরে শুক্রবার সকাল থেকেই আকাশের অবস্থা গুমোট। তবে সন্ধে থেকে অবস্থার পরিবর্তন হওয়ার সম্ভাবনা।