মহার্ঘ্য ভাতা সংক্রান্ত বিষয় নিয়ে সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারকে বৈঠক করতে হবে। বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এমনকি এই বৈঠকের পরে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাও আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন সরকারি কর্মচারীরা। এই আবহেই এই নির্দেশ দিল হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং অর্থসচিবের উপস্থিতিতে আলোচনায় বসবেন আন্দোলনকারী সরকারি কর্মচারী সংগঠনের তিন সদস্য।
মহার্ঘ্য ভাতা নিয়ে আরও জোরদার হচ্ছে আন্দোলন। বৃহস্পতিবার রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন সরকারি কর্মচারীরা। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন আদালতের বিভিন্ন স্তরের কর্মচারীরা ৷ ফলে সমস্যায় পড়েছেন আইনজীবী থেকে সাধারণ বিচারপ্রার্থীরা।