বকেয়া ডিএ (DA) ও স্বচ্ছ নিয়োগের দাবিতে ১ ফেব্রুয়ারি ২ ঘণ্টা কর্মবিরতির (DA Protest) ডাক রাজ্যের সরকারি কর্মচারীদের। ২৮টি সরকারি সংগঠনের কর্মীদের নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি হয়েছিল। এবার বড় সিদ্ধান্তের পথে রাজ্যের সরকারি কর্মচারীরা।
বকেয়া ডিএ-র দাবিতে ১ ফেব্রুয়ারি দুপুর ২ টো থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি দফতর, স্কুল, হাসপাতাল, সমস্ত জায়গায় কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন - অমর্ত্য সেনকে জমি চোর বলে কটাক্ষ দিলীপ ঘোষের, তৃণমূলকেও আক্রমণ, পাল্টা কটাক্ষ তৃণমূলের
গত কয়েক মাস ধরে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার দাবি নিয়ে চরম বিড়ম্বনায় পড়েছে রাজ্য সরকার। দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, এই মহার্ঘ ভাতা বা ডিএ সরকারি কর্মীদের আইনি অধিকার। ডিএ তাই দিতেই হবে। কিন্তু সরকার কেন্দ্রের কর্মীদের হারে কোনও ভাবেই রাজ্যের কর্মীদের ডিএ দেওয়া সম্ভব নয়।