কেন্দ্রীয় হারে ডিএ-এর দাবিতে শুক্রবার ধর্মঘটের পথে হেঁটেছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। কলকাতায় এই ধর্মঘটের মিশ্র প্রভাব পড়লেও জেলায় জেলায় যথেষ্ট প্রভাব পড়েছে বলেই দাবি ধর্মঘটীদের। আলিপুরে সরকারি দফতরের সামনে ধর্মঘটের সমর্থনে প্রচার রাজ্য কোঅর্ডিনেশন কমিটির। ধর্মঘট আটকাতে হাওড়ায় সকাল থেকেই টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী। মহাকরণেও ধর্মঘটের মিশ্র প্রভাব পড়েছে বলেই খবর।
অন্যদিকে, মালদহে ধর্মঘট নিয়ে কার্যত দ্বিধাবিভক্ত তৃণমূলের কর্মচারী সংগঠন। একদিকে মহার্ঘভাতা নিয়ে ধর্মঘটে সামিল হতে চাইছেন তৃণমূলের কর্মচারী সংগঠনের সদস্যদের একাংশ। কিন্তু অন্যপক্ষ আবার সরাসরি এই ধর্মঘটের বিরোধিতায় পথে নেমে ধর্মঘটীদের পোস্টার-প্ল্যাকার্ড ছিড়ে দেন বলে অভিযোগ। বোলপুরের চিত্রা মোড়েও ধর্মঘটীরা বিক্ষোভ-অবস্থানে সামিল হন।
আরও পড়ুন- Germany Shootout: জার্মানির গির্জায় বন্দুকবাজের তাণ্ডব, কয়েকজনের মৃত্যুর আশঙ্কা, আহত বহু