পশ্চিম বর্ধমানের আসানসোলের রানিগঞ্জে সেনকো গোল্ডের একটি সোনার দোকানে ভয়াবহ ডাকাতি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছোলে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই চলে। গুলি চালাতে চালাতে পালিয়ে যায় ওই দুষ্কৃতীর দল।
জানা গিয়েছে, রবিবার বেলা ১২টা নাগাদ সেনকো গোল্ডের একটি দোকানে বাইকে চড়ে প্রায় আট জন যুবক হাজির হয়। সটান দোকানে ঢুকে বন্দুক তাক করে দুষ্কৃতীরা। নিরাপত্তারক্ষীদের রাইফেল কেড়ে নেওয়া হয়। এরপর দেদার লুটপাট চালায় দুষ্কৃতী দল।
এরপর ডাকাতরা দোকান থেকে বেরোতেই পুলিশের সঙ্গে গুলির লড়াই চলে। গুলিবৃষ্টির মধ্যেই গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় দুষ্কৃতীরা।