ফের সোনার দোকানে ডাকাতি। রানিগঞ্জের পর এবার ঘটনাস্থল ডোমজুড়। মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ একই কায়দায় ডাকাতি হয় ওই এলাকার একটি সোনার দোকানে। যদিও ঠিক কতটা সোনা-গয়না লুঠপাঠ হয়েছে তা জানা যায়নি।
ঘটনার তদন্তের ডোমজুড় থানার পুলিশ। ইতিমধ্যেই ডাকাতদের ধরতে বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এদিন বেলার দিকে চার জন সশস্ত্র দুষ্কৃতী ডোমজুড়ের ওই সোনার দোকানে ঢুকে যায়।
অভিযোগ, দোকানে ঢুকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয় কর্মীদের। এরপর কর্মীদের বেঁধে ফেলে দেদার লুটপাট চালানো হয় বলেও অভিযোগ করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।