ডাকাতির কিনারা করতে গিয়েছিল পুলিশ। পুলিশকে লক্ষ্য করেই গুলি দুষ্কৃতীদের। আহত এক সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)। ঘটনাটি ঘটেছে দক্ষিণেশ্বরের (Dakkhineshwar) আদ্যাপীঠ এলাকায়। ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। একটি আগ্নেয়াস্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছে।
জানা গিয়েছে, কিছুদিন আগে একটি কারখানায় ডাকাতি করেছিল এই দুষ্কৃতীরা। এরপর আদ্যাপীঠ এলাকার একটি গেস্ট হাউজে ওঠে তারা। শুক্রবার পুলিশ ওই গেস্ট হাউজে যায়। ভিতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনায় এক সিভিক ভলান্টিয়ার গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ পুলিশকর্মীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: 'বিজেপি করলে সাতখুন মাফ', দুই ব্যবসায়ীর বাড়ি আয়কর হানা নিয়ে কটাক্ষ ফিরহাদ হাকিমের