গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের চার ধর্ষণের ঘটনার তদন্তভার হাতে নেন রাজ্যের প্রাক্তন গোয়েন্দা প্রধান, আইপিএস দময়ন্তী সেন(Damayanti Sen)। তারপরেই ইংরেজবাজার থানার আইসি সহ মালদহের তিন পুলিশ আধিকারিককে লালবাজারে(Lalbazar) ডেকে পাঠালেন দময়ন্তী।
ইংরেজবাজার থানার (English Bazar Rape Case) আইসি আশিস দাস, তদন্তকারী অফিসার ও এসডিপিও (SDPO) বা অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কোনও অফিসারকে শনিবার বিকেল ৪টেয় কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার দময়ন্তী সেনের(Damayanti Sen) দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৭ মার্চ, ইংরেজবাজারে(English Bazar Rape Case) বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তবে তদন্তের অগ্রগতি নিয়ে কথা বলার জন্যই পুলিশ আধিকারিকদের ডেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। মালদহ পুলিশ(Maldah District Police) জানিয়েছে, ইতিমধ্যেই এই কেসের চার্জশিট প্রস্তুত করা হয়েছে। তা ছাড়া মূল অভিযুক্তকে ঘটনার পরের দিনই গ্রেফতার করা হয়েছিল।
বর্তমানে কলকাতা পুলিশের(Kolkata Police) স্পেশাল কমিশনার দময়ন্তী এক দশক আগে ঘটে যাওয়া পার্কস্ট্রিট গণধর্ষণ মামলার(Park Street Rape Case) সময় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান ছিলেন। তখন তিনিই ওই ঘটনার তদন্ত করেছিলেন।
মঙ্গলবার শুনানির সময় কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সরাসরি বলেন, ‘‘দু থেকে তিনটি ঘটনা পর পর ঘটল। কী হচ্ছে? কেন এমন ঘটনা? আমি বাকরুদ্ধ!’’ গত বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় ধর্ষণ এবং গণধর্ষণের ঘটনা ঘটছে। প্রধান বিচারপতি সেই প্রেক্ষিতেই ‘বাকরুদ্ধ’ হওয়ার কথা বলেছেন বলে মনে করা হচ্ছে।